Shillong Tour Package

3N4D ( Code – 100019)

Tour Overview : Dhaka to Tamabil-Dawki-Shillong-Cherraponji-Dawki-Tamabil-Dhaka.  3 Nights at Shillong

ঝরনা, পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া শিলং, চেরাপুঞ্জি-মেঘালয়

ভারতের মেঘালয় রাজ্যেরা রাজধানী শিলং বেশ জনপ্রিয় একটি পর্যটন শহর। প্রায় ৬,০০০ ফিট উচ্চতায় অবস্থিত শিলং শহর এবং তার আশেপাশে দেখার জন্য অনেক সুন্দর জায়গা আছে। বিশেষত যারা পুরো পরিবার নিয়ে স্বল্প খরচে দেশের বাইরে ঘুরতে যান তারা শিলংকে বেছে নিতে পারেন। বাংলাদেশের সিলেট জেলার সাথেই মেঘালয়ের অবস্থান। পৃথিবীর ২য় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জিতে, যা মেঘালয় রাজ্যের অন্তর্গত। যারা মেঘ, পাহাড়-পর্বত এবং ঝরণা ভালোবাসেন তাদের জন্য মেঘালয় আদর্শ গন্তব্য।

ভ্রমনের উপযুক্ত সময়

সিজন: মার্চ থেকে নভেম্বর হল শিলং এ বেড়ানোর সিজন। এ সময় প্রচুর পযর্টক শিলং বেড়াতে যান।

অফ সিজন: ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী অফ সিজন। তখন প্রচুর ঠান্ডা থাকে। আর তাই তখন তেমন একটা পযর্টক সেখানে যায় না।

হোটেল পাওয়া কঠিন: জুন আর জুলাই মাসে ইন্ডিয়ার বেশির ভাগ রাজ্যের স্কুল বন্ধ থাকে। তখন প্রচুর পযর্টক আসে শিলং। হোটেলে সিট পাওয়া তাই দুষ্কর হয়ে পড়ে। তাছাড়া তখন শিলং এ প্রচুর বৃষ্টিপাত হয়।

যাওয়ার পূর্বে যা যা লক্ষ্য রাখতে হবে

আবহাওয়া: ডিসেম্বর-জানুয়ারী-ফেব্রুয়ারী মাসে শিলং এ মারাত্মক ঠান্ডা থাকে। যাবার আগে তাই অবশ্যই জেনে নিবেন সেখানকার আবহাওয়ার অবস্থা।

উপলক্ষ: পূজা, ক্রিসমাস এইসবের ছুটিতে হোটেলে সিট পাওয়া দুষ্কর। ভাবছেন হিন্দুদেশ পূজার ছুটিতে সমস্যা কি? মেঘালয় খ্রিষ্টান অধ্যুষিত রাজ্য। পূজার ছুটিতে হিন্দুরা মেঘালয় তথা শিলং ঘুরতে আসে। তখন হোটেলগুলো ভাড়া যেমন বেড়ে যায় ঠিক তেমনি সিট পাওয়া দুষ্কর হয়ে পড়ে। তাহলে ক্রিসমাসে কি সমস্যা? তখন খ্রিষ্টানরা বড়দিন পালন করে। রাস্তাঘাট বন্ধ থাকে বলা যায়।

ইমিগ্রেশন

বাংলাদেশের ইমিগ্রেশন অফিসে গিয়ে পাসপোর্ট দেখিয়ে ফরম নিবেন। তারপর সেটা পূরন করে পাসপোর্টসহ জমা দিবেন। নাম ধরে যখন ডাকবে তখন গিয়ে ছবি তুলে সাক্ষর (পাসপোর্ট অনুযায়ী) দিয়ে আসবেন। পাসপোর্ট যখন ফিরত দিবে তখন বাংলার বাবুদের ১০০ টাকা দিতে হবে। হোক সব নির্ভুল তারপরও দিতে হবে। একটু কথা বলা যাবেনা। কথা বললে ঝামেলা করবে। তারপর কাষ্টমস এ যাবেন। ওখানে গিয়ে পাসপোর্ট জমা দিয়ে সাক্ষর দিবেন। যদি সাথে করে ক্যামেরা (ডি.এস.এল.আর) বা কম্পিউটার নেন তবে তা অবশ্যই তাদেরকে বলবেন। নতুবা আসার সময় ঝামেলা করবে। 

ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসাররা খুব ভাল। তারা এত কিছু দেখবে না। টাকা বা রুপিও চাইবেনা। শুধু পাসপোর্ট জমা দিবেন আর ফেরত নিবেন। কি কি নিচ্ছেন তা জানতে চাইবেনা এবং বলারও দরকার নাই। তারা জানে এখান থেকে নেওয়া মত তেমন কিছু নাই। ইন্ডিয়া থেকে ফেরত আসার সময়ও ঝামেলা করবেনা। 

খাওয়া-দাওয়া

সকালের নাস্তাটা পুলিশ বাজারের পুলিশ বক্সের সামনে থেকে করে নিবেন। দুপুরের খাবার সুরুচী হোটেলে খাবেন ঘুরে এসে। আর রাতের খাবারটা একই রেস্টুরেন্টে সেরে নিবেন। তবে রাত ৮টার আগে খেয়ে নিবেন। কেননা ওখানের সবকিছু রাত ৮টায় বন্ধ হয়ে যায়।

সকালের নাস্তা: পুলিশ বাজারের পুলিশ বক্সের সামনের থেকে করে নিন। খরচ কম পড়বে।

তবে বলে রাখা ভাল সেখানে কম টাকা খেতে পারলেও খাবারগুলো টেষ্টি নয়। যদি বাংলাদেশের পানসী/পাচঁভাইয়ের মত রেস্টুরেন্টে খেতে চান তবে আপনাকে যেতে হবে হোটেল সুরুচী তে। অ্যাড্রেস:
Hotel Suruchi
 

MTC Building, Jail Road, Shillong

স্পেশাল খাবার?
১. মমোস
২. জিলাপী
৩. কলা
৪. পুরি সবজি

যা খাবেন না?
১. স্যুপ (ওরা কাঁচা খায়) খাবেননা। মজা পাবেননা।
২. মাংস তৈরী কোন আইটেম হলে অবশ্যই জেনে নিবেন এটা কি মাংস দিয়ে তৈরী। যেহেতু অধিকাংশ খিষ্ট্রান তাই বেশির ভাগ মাংসের আইটেম শুকরের মাংস দিয়ে তৈরী হয়। পারলে মাংসের আইটেম এড়িয়ে চলুন।
৩. চা-কফি। কাপের সাইজ আমাদের ওষুধের কোটার মত। দামটাও বেশ চড়া। আর স্বাদ সেটা জঘন্য।
৪. জাম, আনারস, চানাচুর বাজারে যা সহজে পাবেন। কিনে টেষ্ট করতে যাবেনন। স্বাদ জঘন্য।

শপিং

পুলিশ বাজারে বিশাল শপিং মলে শপিং করতে পারেন। নতুবা বড় বাজার। তবে মাথায় রাখবেন বড় বাজারে শপিং করলে অবশ্যই সন্ধা ৫টার আগে ফিরে আসবেন সেখান থেকে। আর শপিং করার পর অবশ্যই রিসিট রাখবেন। 

কি কি কিনবেন?
১. জামা কাপড়
২. জুতা
৩. বাশের তৈরী আইটেম
৪. ইলেকট্রনিক পন্য
৫. কসমেটিকস আইটেম
৬. চকলেক, বিষ্কিট

Tour Itinerary :

DAY 1: PICK UP FROM Dhaka to Tamabil-DAWKI & TRANSFER TO SHILLONG

This journey will start from Dhaka Pathopath London Express Bus Counter. Bus starts at 11:55 PM. Bus arrive at Humayun Rashid Chottor at Sylhet Bus Counter by 5 AM ( Apprx). Then our another team from Sylhet will pick from Bus counter and move to Tamabil. Between that time, our AC Micro will stopover at Panshi Restaurant at Sylhet for refresh and have complementary Breakfast from our side.  After Breakfast, AC Micro will go do direct Tamabil Border. Before doing the immigration and custom from BD Part, you need to do Travel Tax from Sonali Bank at Border or better to do it earlier from Dhaka.  . After do the both side customer and immigration by passenger itself. After cross the Border, our another Reserve car will wait near the border and then Pick up from Dawki & transfer to Shillong by Reserved Jeep. Often called the ‘Scotland of the East’, Shillong has lots to discover from lakes to hills to the jaw dropping waterfalls. En route, stop at Barapani Lake for some amazing view & water activities. On arrival at Shillong, check in to the hotel. Afternoon time free for personal activity. Overnight stay at Shillong.

DAY 2:  MAWLYNNONG VILLAGE EXCURSION & BACK TO SHILLONG After Breakfast, move towards Mawlynnong & Dawki River. Visit to Mawlynnong village in the East KhasiHills, famous for its cleanliness and natural attraction. Enjoy the scenic beauty with the lash of Greenery and enjoy a walk over the Living Root Bridge surrounding the place. Experience the crystal water boating at Dawki River. Return back to Shillong & time free for leisure. Overnight stay at Shillong.

DAY 3: CHERRAPUNJEE EXCURSION After breakfast, move to Cherrapunjee. Next visit to Cherrapunjee local sightseeing. Cherrapunjeeis considered as one of the wettest place on Earth. Enjoy the scenic beauty on the way to Cherrapunjee. Enjoy the trip with visit to Nohkalikai Falls, Mawsmai Cave, and root bridge trek. Evening return back & time free for leisure. Overnight stay at Shillong

DAY 4: DEPARTURE Post breakfast, check out from your hotel & move towards Dawki. Then do the Custom and Immigration by itself ( Here we do not have any responsibilities). After cross the Border our another team will Pick from Tamabil and drop to Sylhet Bus Counter. Then come to Dhaka from Sylhet by AC Bus. Tour Ends.

Including :

  • Dhaka-Sylhet-Dhaka by Business Class AC Bus
  • Sylhet-Tamabil- Sylhet by AC Micro
  • Dawki-Shillong-Dawki by Reserve Private Veicles
  • Hotel Accommodation ( Standard Category )
  • Breakfast at Restaurant
  • Morning Stopover at Pansi Restaurant Sylhet with Breakfast
  • Sightseeing with car
  • Driver cum guide
  • Driver Allowance, Fuel, Toll etc.

Excluding :

  • VISA Fee and support; If required we can do it per passport BDT 1200/-
  • Dinner & Lunch
  • Entry Fee for any Tourist Spot
  • Any personal expense during the trip
  • Border Formalities and any expense.
  • Travel Tax

PER PERSON RATE ON MAPAI BASIS FROM 01st- June to 31st August 2022

Package Itinerary
BDT 16000 Per Person ( Min 6 Persons) Deluxe Category Hotel. By Road and AC Micro, AC Bus & Micro
  • BDT 12,500 ( Min 15) Deluxe Category Hotel. By Road and AC Micro, AC BUS and Reserve Car.
  • BDT 14,500 ( Min 6) Standard Category Hotel. By Road and Dhaka-Sylhet-Dhaka by AC Bus, AC Micro, Reserve Car
  • BDT 12.000 ( Min 15) Standard Category Hotel. By Road and Dhaka-Sylhet-Dhaka by AC Bus, AC Micro, Reserve Ca
  • BDT 27,000 Per Person ( Min 2) Deluxe Category Hotel. By Road, AC Micro, AC Bus, Reserve Car.
  • BDT 14,500 Per Person ( Min 6) Deluxe Category Hotel. By Road, AC Micro, Reserve Car. ( Pick and Drop from Sylhet)
  • * Note : Package Price can change as per the Hotel and Bus Ticket availability. . If increase, package rate may be changed. During Eid Holidays, Puja, Chirstmas, Long Holidays, New Year etc where Dhaka to Sylhet Bus Ticket unavaiable, then additional BDT 1500/- add for going by Reserve AC Micro from Dhaka to Tamabil Direct.
Popular

Payment and Booking Process :

  1. To book and confirm the Package, anyone can book the package of BDT 5,000/-. For VISA Processing, we assist Tourist VISA per passport BDT 1,200/- ( Non-refundable) and Passenger need to submit physically to the IVAC Center. VISA fully depends of Indian Embassy Policy. If any reason, VISA is rejected, we have no any liability on VISA Issues. VISA Fee and service charege is non-refundable.
  2. After getting the VISA, Passenger need to settle rest full amount to us within a week.

Terms & Conditions:

  • Prices valid from 01st Aug 2022 to 30th Septermber 2022
  • Prices valid for minimum  06, 15 & 21 Pax Travelling together in given one vehicle.
  • 100% payment to be deposited before the trip starts.
  • Final Confirmation will be provided on full payment.
  • Vehicle Provided as per mention tour plan (Point to Point Basis only)
  • No Refund or Compensation for any unused services / transportation in any circumstance.
  • Any changes done on trip, applicable charges will be charged.

Note:

  • Rates are Subject to Change without any Prior Notice

Cancellation Policy for Land Package.

  • 20% cancellation charges if cancelled before 45 days before the tour.
  • 35% cancellation charges if cancelled between 45 – 30 Days before the tour.
  • 50% cancellation charges if cancelled between 30 – 10 Days before the tour.
  • No refund if cancelled before 10 days of trip start.
  • No Refund or Compensation on any changes on on going trip.

Any changes done on trip, applicable charges will be charged

Tour Package Policy :

We are offering Professional Tour Package and maintain quality and safety for our passenger all the time. All the members of the Tour Package need to follow the Tour Organizer Rules and guideline properly. Everyone should be gentle and follow the discipline of the respective locations. No one can involve any antisocial activities, drug or any kind of harassment to other members or local people. If anyone do not listen or follow the rules, we can terminated the members from the group without providing any compensation.