Croatia Job VISA and Work Permit

০১ বছরের ওর্য়াক পারমিট  (নবায়নযোগ্য)

জব ক্যাটাগরি: ও্য়্যার হাউজ হেল্পার, ফ্যাক্টোরি ওয়ার্কাস, রেষ্টুরেন্ট, সেফ এ্যাসিসটেন্ট হাউজকিপিং এবং প্যাকেজিং কর্মী

বেসিক বেতন : ৮০০-২২০০ ইউরো + ওভার টাইম অতিরিক্ত

👉 অন্তর্ভুক্তি : খাদ্য এবং বাসস্থান, এবং চিকিৎসা

👉 প্রসেসিং সময় : ৫-৬ মাস

  প্রয়োজনীয় কাগজ:

  • পাসপোর্ট স্ক্যান কপি (অল পেইজ ও কাভার পেজ সহ )
  • কালার ছবি ৩৫”-৪৫” (সাদা ব্যাক গ্রাউড, ল্যাব ওয়াশ, ম্যাট পেপার)
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন
  • শিক্ষাগত সার্টিফিকেট ও মার্কসিট এর কপি
  • অভিজ্ঞতার সার্টিফিকেট(যদি থাকে)
  • কভিড ভেকসিন সার্টিফিকেট
  • পুলিশ ক্লিয়ারেন্স

👉   মোট খরচ : ১০.৫০ লাখ

👉   প্রথম পেমেন্ট:

  • প্রসেসিং ফী : ১.৭৫ লাখ
  • আফটার ওয়ার্ক পারমিট : ১.৫০ লাখ
  • বাকি পেমেন্ট: ভিসার পরে।

অনুগ্রহ করে নোটটি পড়ুন:

সমস্ত প্রার্থীদের অবশ্যই বায়োম্যাট্রিকের জন্য ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে এবং ক্রোয়েশিয়া ভিএফএস সেন্টারে ফাইল জমা দিতে হবে।

Including:

Air Ticket · Embassy Fee for VISA · Insurance · Manpower · Work Permit

Excluding:

Indian VISA and Travel Cost · Embassy Appointment Date Contract Fee · Medical · Police Clearance · Any other cost which not mention in our Package Cost.

শেনজেনভুক্ত দেশ হলো ক্রোয়েশিয়া :

ইউরোপের পাসপোর্টমুক্ত শেনজেন অঞ্চলভুক্ত হলো ক্রোয়েশিয়া। শুধু তা-ই নয়, ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রায় এক দশক পর বলকান রাষ্ট্রটি ২০২৩ সালের শুরু থেকে ইউরোর ব্যবহার শুরু করেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে রোববার এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একক মুদ্রা হিসেবে ‘ইউরো’ ব্যবহারের মধ্য দিয়ে ইউরোজোনের ২০তম দেশ হলো ক্রোয়েশিয়া। এ ছাড়া ইউরোপের ২৭তম দেশ হিসেবে শেনজেন তালিকায় যুক্ত হলো এটি। এ উপলক্ষে স্থানীয় সময় রোববার ক্রোয়েশিয়া সফর করবেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেয়েন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রা হিসেবে ইউরোর ব্যবহার ক্রোয়েশিয়ার অর্থনীতিকে রক্ষা করতে সাহায্য করবে।গত নভেম্বরে ক্রোয়েশিয়ার মুদ্রাস্ফীতির হার ছিল ১৩ দশমিক ৫ শতাংশ, কিন্তু একই সময় ইউরোজোনের দেশগুলোর মুদ্রাস্ফীতির হার ছিল ১০ শতাংশ।

তবে শেনজেনভুক্ত দেশ হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রোয়েশিয়ানরা।

ইউরোর ব্যবহার শুরু হওয়ায় দ্রব্যমূল্য বাড়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন জাগরেব শহরের ৬৩ বছর বয়সী দ্রাজেন গোলমেক।

তিনি বলেন, ‘কুনার জন্য আমাদের কাঁদতে হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে।’

এদিকে ক্রোয়েশিয়ার শেনজেনভুক্তি নিয়ে উচ্ছ্বসিত পর্যটনসংশ্লিষ্টরা। ইউক্রেনের একটি পর্যটন সংস্থার কর্মী মার্কো পাভিক বলেন, ‘এলিট ক্লাবে যুক্ত হলো ক্রোয়েশিয়া।’

*🇭🇷CROATIA JOB VISA 🇭🇷*
*🇭🇷ক্রোয়েশিয়া জব ভিসা 🇭🇷*
 
* ক্রোয়েশিয়া হচ্ছে ইউরোপের উন্নত একটি দেশ। বিশ্বের অনেক দেশ থেকে পড়াশোনা ভ্রমণ ও বিভিন্ন কাজের জন্য অনেকেই ক্রোয়েশিয়াতে এসে থাকেন। ক্রোয়েশিয়া সরকার প্রতিবছর বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে।বাংলাদেশ থেকে বিশ্বের অনেক দেশের কর্মী ক্রোয়েশিয়া সরকার নিয়ে থাকে।ক্রোশিয়াতে কাজের বেতন অনেক ভালো তাছাড়া অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। অনেকে এই কারণে ক্রোয়েশিয়াতে কাজের ভিসা নিয়ে যেতে চাই।ক্রোয়েশিয়ার UHNWIs বা অতি উচ্চ-নিট-মূল্য-ব্যক্তির সংখ্যা সামগ্রিক ইউরোপীয় গড় দ্বিগুণ। সম্প্রতি একটি আন্তর্জাতিক পরামর্শক সংস্থা নাইট ফ্রাঙ্কের প্রকাশিত ‘দ্য ওয়েলথ রিপোর্ট’ অনুসারে, ক্রোয়েশিয়ায় 120 জন সুপার-মিলিয়নেয়ার রয়েছে, যাদের $30 মিলিয়নের বেশি সম্পদের লোক হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে।*
🔵জব ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:-
👉 পাসপোর্ট।
👉ছবি (৫ কপি)।
👉এডুকেশনাল সার্টিফিকেটের ফটোকপি।
👉 কাজের অভিজ্ঞতার সনদ(যদি থাকে)।

 

ক্রোয়েশিয়া জব ভিসা পাওয়ার সঠিক উপায় জেনে নিন

ইউরোপের একটি সমৃদ্ধ দেশ ক্রোয়েশিয়া। রাজধানীর নাম হল, যাগ্রেব । প্রায় ৪২ লাখ জনসংখ্যার এই দেশটি ২০১৩ সালে ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়।
ক্রোয়েশিয়া জব ভিসা লাভ করা বাংলাদেশ ও ইন্ডিয়ার বিদেশে চাকরি প্রত্যাশিদের জন্য খুবই সাম্মানের। কারণ ইউরোপের দেশ বলে কথা।
সকলের প্রথম পছন্দ হল যে কোন একটি ইউরোপের দেশে ডুকতে পারলেই হয় । পরে সেখান থেকে অন্য দেশ যাওয়ার সুযোগ নিয়ে থাকে।

বর্তমানে ক্রোয়েশিয়া জব ভিসা লাভের সম্ভাবণা বেশ। কারণ এখানে রয়েছে প্রচুর দক্ষ শ্রমিকের চাহিদা। পার্শ্ববর্তী দেশ আলবেনিয়া, সারভিয়া, উক্রাইন ছাড়াও শ্রমিক আনা হচ্ছে দক্ষিণ এশিয়া, আফ্রিকা থেকে বাংলাদেশ ও ইন্ডিয়াও বাদ যায়নি। নির্মাণ কাজে দক্ষ / অদক্ষ শ্রমিকের চাহিটা বেশি।
সম্প্রতি ইউরোপের জব ভিসার ক্ষেত্রে যে দেশটির নাম বেশি লোকমুখে সেটা হচ্ছে ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়া জব ভিসা পেলে কি কি সুবিধা আছে?

ইউরোপের মধ্যে মায়ের যে দেশগুলো রয়েছে সেগুলোর মধ্যে ক্রোয়েশিয়া অন্যতম। কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে পর্যাপ্ত কাজের সুযোগ।
দক্ষ আদা-দক্ষ কনস্ট্রাকশন কাজের প্রচুর চাহিদা রয়েছে। মূলত এখানে ৯০ ভাগ কাজই হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড।

২০২১ সংযোজন করা হইছে লেবার মার্কেট অ্যাসেসমেন্ট টেস্ট। অ্যাসেসমেন্ট এর মাধ্যমে নির্ধারণ করবে এই কাজের জন্য ক্রোয়েশিয়ান কেউ আছে কিনা।
যদি কেউ আগ্রহী না থাকে সে ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন এর বাহির থেকে কাজের জন্য লোক হায়ার করা হয়।

ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য ডকুমেন্টস

আমি কিভাবে ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ম্যানেজ? এই প্রশ্ন অনেকেই করে থাকেন। এখন কথা হল আপনি যদি ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আসতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই

  • ক্রোয়েশিয়ান কোন কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে।
  • ওয়ার্ক পারমিট এর ব্যবস্থা করে ক্রোয়েশিয়ার ভিসার জন্য ক্রোয়েশিয়ান দূতাবাস আবেদন করতে পারবেন।
  • ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটের আবেদন করতে কি কি প্রয়োজন ?
  • বাংলাদেশের পাসপোর্ট এর কপি
  • বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ( সার্টিফিকেট বাংলাদেশ থেকে নেয়ার পর, বাংলাদেশ হাই কমিশন নিউ দিল্লি এবং এরপর ক্রোয়েশিয়ান এম্বাসি নিউ দিল্লি থেকে সত্যায়িত করে জমা করতে হবে)।পাসপোট কপি
  • ওয়ার্ক এক্সপেরিয়েন্স যদি থাকে
  • নির্দিষ্ট কাজের উপর কোন ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে।
  • উপরোক্ত ডকুমেন্টগুলো শুধুমাত্র ক্রোয়েশিয়া থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য দরকার পড়বে।
  • ক্রোয়েশিয়ার ভিসার আবেদন পূরণকৃত ফরম।
  • বাংলাদেশী পাসপোর্ট এর কপি এবং সকল ব্যবহৃত পেইজ।
  • বাংলাদেশী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • হেলথ ইন্সুরেন্স (মিনিমাম কভার ৩০ হাজার ইউরো পরিমাণ ) অথবা ক্রয়েশিয়ান কোম্পানি যদি আপনার জন্য ইতিমধ্যে ইনস্যুরেন্স করে থাকে তার কপি।
  • এক কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ড এর (35 x 45 mm সাইজের )
  • কনফার্ম ওয়ান ওয়ে টিকেট রিজার্ভেশন।
  • ভিসা ফি ৬৪ ইউরো অথবা ৫০০০ ভারতীয় রুপি।
  • ক্রোয়েশিয়ান ওয়াক পারমিট এর কপি।
  • উপরের সমস্ত ডকুমেন্ট ক্রোয়েশিয়ার ভিসা আবেদনের জন্য ম্যান্ডেটরি। এখন কথা হল ভিসার আবেদনের জন্য আমাকে কি কোন প্রকার অ্যাপোয়েন্টমেন্ট দরকার আছে? জি হা আপনার দরকার আছে।
  • ক্রোয়েশিয়ান কনস্যুলেটের জমা করতে যাবেন তার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
  • ক্রোয়েশিয়া কনস্যুলেটে নির্ধারিত ডেটে আপনাকে সশরীরে হাজির হতে হবে।
  • জমা দেওয়া ঠিক পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আপনাকে মেইল করা হবে আপনার ভিসার ডিসিশন জানানোর জন্য।
  • ক্রোয়েশিয়া কনস্যুলেট বা দূতাবাসের এ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি ভিএফএস ক্রোয়েশিয়া নিউ দিল্লিস্থ ওয়েবসাইট চেক করতে পারেন এই লিংকে।

For Details, Please contact us 01315001530