Lithuania Job VISA and Work Permit

লিথুনিয়া ওয়ার্ক পার্মিট ভিসা  :

 

🇱🇹 লিথুয়ানিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। উত্তরের লাটভিয়া ও এস্তোনিয়ার সাথে লিথুয়ানিয়াও একটি বাল্টিক রাষ্ট্র এবং তিনটি বাল্টিক রাষ্ট্রের মধ্যে বৃহত্তম। ভিল্‌নিয়ুস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী এবং এটি বেলারুশের সাথে সীমান্তে দেশের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত।

🇱🇹 লিথুয়ালিনয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলে সুইডেনের বিপরীত তীরে অবস্থিত। এর উত্তর সীমান্তে লাটভিয়া, পূর্ব ও দক্ষিণে বেলারুশ, দক্ষিণ-পশ্চিমে পোল্যান্ড ও কালিনিনগ্রাদ ওবলাস্ত নামক রুশ ছিটমহল।

🇱🇹 লিথুয়ানিয়া অরণ্য, নদী ও হ্রদে পরিপূর্ণ। জনসংখ্যার বেশির ভাগই জাতিগতভাবে লিথুয়ানীয় এবং রোমান ক্যাথলিক গির্জার সদস্য। এছাড়া এখানে রুশ ও পোলীয় সংখ্যালঘু গোষ্ঠী বাস করেন।

🇱🇹 লিথুয়ানিয়া একসময় অনেক বড় একটি দেশ ছিল। বর্তমান বেলারুশ ও ইউক্রেনের অধিকাংশ এলাকা এর অধীনে ছিল। ১৯১৮ সালে একটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিলেও ১৯৪০ সালে সোভিয়েত ইউনিয়ন এটি দখলে নিয়ে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সাম্যবাদী সরকারের অধীনে প্রায় ৪ দশক ধরে পরিচলিত হয়। ১৯৯১ সালে সোভিয়েতদের পতনের পর দেশটি আবার স্বাধীনতা লাভ করে। ১৯৯২ সালে দেশটিতে প্রথম গণতান্ত্রিক নির্বাচন সম্পন্ন হয়। ১৯৯০-এর দশকে দেশটি অর্থনীতি বিরাষ্ট্রীয়করণে মনোযোগ দেয়। কিন্তু অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সমস্যা ভয়াবহ রূপ লাভ করে। ২১শ শতকে এসে লিথুয়ানিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যোগদান করেছে।

🇱🇹 লিথুনিয়া কাজের সুযোগ :
🛠 লিথুয়ানিয়া কন্সট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ – মেশন, টাইলস মেসন, ব্রিক লিয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার,ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিডার, ওয়েল্ডার, সুপারভাইজার, ডিপ্লোমা ইনজিনিয়ার সহ বিভিন্ন পদে চাকুরী সহ ভিসা হচ্ছে।
🛠️ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরী ওয়ার্কার্স হিসেবে কাজের প্রচুর সুযোগ আছে। 🛠️ এছাড়াও গ্ৰীন হাউজ, কৃষি বা এগ্ৰিকালচার সেক্টরে কাজের সুযোগ। 🛠️ হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন কাজের সুযোগ।
 
🇱🇹 লিথুয়ানিয়া ভিসার ডকুমেন্টস :
📚 পাসপোর্ট
📚 ছবি
📚 জাতীয় পরিচয়পত্র
📚 জন্ম সনদ ইংরেজিতে 📚 পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
# এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন : 📚 শিক্ষাগতার সনদ যদি থাকে
📚 অভিজ্ঞতার সনদ যদি থাকে
📚 CV or বায়োডাটা
 
🇱🇹 লিথুয়ানিয়া ভিসা
🧭 প্রায় ৫-৬ মাসের প্রসেসিং সময় লাগে।
🧭 ১ বছরের ভিসা 👍 প্রতি বছর নবায়নযোগ‍্য
💶 বেতন : ৮০০€ থেকে ১২০০€ ইউরো
🧭 ওভার টাইমের সুযোগ 🏠 থাকা ও 🍜 খাবার ফ্রি
🧭 সপ্তাহে ৫-৬ দিন কাজ
🧭 TRC : ৩ মাসের মধ‍্যেই
👍 PR – এর সুবিধা
 
🇱🇹 লিথুয়ানিয়া Visa : খরচ বিবরন :
 
🌎 প‍্যাকেজ : মোট খরচ : ১০ লক্ষ  টাকা।
এডভান্স : ১.৭৫ লক্ষ টাকা।
পারমিট আসার পর : খরচ : ১.৫ লক্ষ টাকা।
বাকী টাকা : ভিসা হবার পর।

For Details, Please contact us 01315001530